cuteheand

cuteheand

ads
Responsive Ads Here

বাঁধাকপির পায়েস

উপকরণবড় বাঁধাকপি ১টিদুধ ২ লিটারগুঁড়া দুধ ২ কাপখেজুরের গুড় আধা কেজিচিনি ১ কাপচালের গুঁড়া ১ কাপছোট এলাচ ৪টিদারচিনি ২ টুকরাপেস্তাবাদামকিশমিশগোলাপজল।
প্রণালিবাঁধাকপির ভেতরের সাদা অংশ কুচি কুচি করে কেটে নিন। এগুলো একটি পাত্রে অল্প সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধচালের গুঁড়াএলাচদারচিনিপেস্তাবাদামপানি ঝরানো কপি দিয়ে অল্প আঁচে নাড়ুন। আলাদা একটি পাত্রে গুড় অল্প পানি দিয়ে আঁচে রাখুন। পায়েস আঠালো হয়ে এলে নামানোর আগে গুড়ের পানি (রসমিশিয়ে দিন। দুধ না ফাটার জন্য এই ব্যবস্থা। চুলা থেকে নামিয়ে কিশমিশপেস্তাবাদাম দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

No comments:

Post a Comment