cuteheand

cuteheand

ads
Responsive Ads Here

কিভাবে বুঝবেন ফেসবুক প্রোফাইলটি আসল না নকল?

সোশ্যাল মিডিয়া ছাড়া এখন আর কেউ ভাবতেই পারে না৷ সময় পেলেই টাইমলাইনে অন্যদের আপডেটস, নিজের ছবি এবং স্টেটাস পোস্ট বা মেসেঞ্জারে বন্ধুদের সঙ্গে চ্যাট করতে সবারই ভাল লাগে ৷ আবার সোশ্যাল মিডিয়া চ্যাটিংয়ে রয়েছে বেশ কিছু বিপদও ৷ কারণ অবশ্যই ফেক প্রোফাইল ৷ ফেসবুকে রয়েছে অসংখ্য ফেক প্রোফাইল৷ তাতে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুর প্রোফাইলটি আসল না নকল। তবে বেশ কিছু উপায় রয়েছে, ফেক প্রোফাইল চেনার৷ সেগুলো কী দেখে নিন একবার-
* প্রোফাইল পিকচার-
বেশ কিছু ছবি আছে যা অনেক ফেক আইডিতেই প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা হয়৷ সেগুলো একটু ভাল করে দেখলেই বোঝা সম্ভব৷ সেসব ছবি যদি ব্যবহার হয়, তাহলে বুঝবেন ওই আইডি ফেক হওয়ার সম্ভাবনাই বেশি। আর কোনও ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাক্সেপ্ট করার সময় দেখে নিন, সেই প্রোফাইলে খুব কম সংখ্যায় ছবি নেই তো। অনেক সময় মাত্র একটা ছবিও থাকে অনেকে প্রোফাইলে ৷ সেসব ক্ষেত্রে আইডি-টি ফেক হওয়ার সম্ভাবনাই বেশি৷
* ফ্রেন্ডলিস্ট-
অনেকের ফ্রেন্ডলিস্ট দেখাটা এখন সবক্ষেত্রে সম্ভব হয় না৷ কারণ অনেকেই নিজের ফ্রেন্ডলিস্ট পাবলিক করে রাখেন না৷ কিন্তু যদি থাকে , সেক্ষেত্রে দেখে নিন বন্ধুরা কারা৷ কারোর সঙ্গে আপনার মিউচুয়াল ফ্রেন্ড আছে কী না৷ যদি আছে তাহলে সেই মিউচুয়াল ফ্রেন্ড কেমন ব্যক্তি৷ এমনকী, নতুন বন্ধু সম্পর্কে সেই মিউচুয়াল ফ্রেন্ডকেও জিজ্ঞেস করে নিতে পারেন৷ মেয়েদের ক্ষেত্রে তাদের ফ্রেন্ডলিস্টে যদি ৩-৪ হাজার বন্ধু থাকে৷ তাহলেও সেটা অনেক সময় ফেক হওয়ার সম্ভাবনা রয়েছে৷
* খারাপ ছবি-
আইডিতে যদি কোনও পর্ন ছবি থাকে৷ তাহলে সেই আইডি ফেক হওয়ার সম্ভাবনাই প্রবল৷ কারণ কোনও সুস্থ মস্তিষ্কের ব্যক্তিই চাইবেন না নিজের প্রোফাইলে এই ধরণের ছবি রাখতে৷

No comments:

Post a Comment