cuteheand

cuteheand

ads
Responsive Ads Here

মিষ্টি কুমড়ার ফুল ভাজা

মিষ্টি কুমড়ার ফুল ভাজা
উপকরণমিষ্টি কুমড়ার ফুল ১০টিবেসন ২ টেবিল চামচময়দা বা চালের গুঁড়ো আধা কাপকর্নফ্লাওয়ার ১ টেবিল চামচহলুদের গুঁড়া আধা চা চামচমরিচের গুঁড়া পরিমাণমতোলবণ স্বাদমতোপানি প্রয়োজনমতোতেল ভাজার জন্য।
প্রণালীমিষ্টি কুমড়ার ফুল ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মেশাতে হবে। পরিমাণমতো পানি দিয়ে ঘন গোলা তৈরি করে নিন। এবার ফুলের সবুজ ডাটার কাছ থেকে কেটে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চাইলে ফুলের পাপড়ি ভাঁজ করে ফুলের ভেতরে ঢুকিয়ে নিতে পারেন। এবার ফুলগুলো একে একে গোলায় ডুবিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে ভাজতে হবে। হালকা বাদামী রং ধারণ করলে নামিয়ে এনে পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

No comments:

Post a Comment