cuteheand

cuteheand

ads
Responsive Ads Here

ভিডিও কলের সুবিধা দিবে যে পাঁচটি অ্যাপ!

1) Google Hangouts-
স্কাইপের প্রায় সবকটি ফিচার রয়েছে গুগল হ্যাংআউটে। কোন ব্যাক্তিকে খুঁজে বের করার জন্য ব্যবহার করতে পারেন তার ইমেল আইডি বা ফোন নম্বর। ভিডিও কলিং ছাড়াও হ্যাংআউটে রয়েছে ভয়েস কলিং ও চ্যাটিং এর সুবিধা। আপনার বন্ধুরা যাদি আইফোন ইউজার না হন তবে হ্যাংআউট অবশ্যই অন্যতম সেরা একটি অ্যাপ।
২) ooVoo-
জনপ্রিয় না হলেও উভু অবশ্যই গ্রুপ কলিং এর জন্য অন্যতম সেরা অ্যাপ। একসাথে ১২ জন মিলে ভিডিও কলিং করা যায় এই অ্যাপে। এছাড়াও এই অ্যাপের ভিডিও ও অডিও কল কোয়ালিটি অন্যান্য অ্যাপের থেকে অনেকটাই ভালো। এছাড়াও এই অ্যাপে আপনি শেয়ার করতে পারবেন আপনার ফোনের স্ক্রিন। যার মাধ্যমে আপনারা একই সাথে দেখতে পারবেন একই ইউটিউব ভিডিও।
৩) LINE-
মেসেজিং এর জন্য জনপ্রিয় হলেও লাইন দিয়ে খুব ভালো ভিডিও কল করা যায়। এছাড়াও আপনি গ্রুপে মেসেজ ও ভয়েস কল করতে পারবেন লাইনের মাধ্যমে। সব স্মার্টফোনের জন্যই পাওয়া যায় এই অ্যাপ। ফিচারের দিক থেকে বিচার করলে লাইনের ফিচার স্কাইপের থেকে অবশ্যই বেশি।
৪) Tox-
সিকিউরিটি যদি আপনার প্রাধান্য হয় তবে আপনার অ্যাপ অবশ্যই টক্স। এটি একটি ওপেন সোর্স টুল। স্পাইং ও ট্র্যাকিং থেকে মুক্তি দিতেই তৈরী এই অ্যাপ। দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় এই অ্যাপ। qTox একটি ফুল ফিচার্ড অ্যাপ। uTox কম প্রসেসিং পাওয়ার যুক্ত সিস্টেমে ব্যবহারের জন্য তৈরী এই অ্যাপ।
৫) Viber-
কম্পিউটার ও স্মার্টফোন দুই প্ল্যাটফর্মেই পাওয়া যায় ভাইবার অ্যাপ। ভিডিও কল, গ্রুপ কল, ভয়েস কল ও মেসেজিং এর মতো সব ফিচার পাওয়া যাবে এই অ্যাপে। এছাড়াও এই অ্যাপে রয়েছে গেমস খেলার সুযোগ।

No comments:

Post a Comment